ঐতিহাসিক মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ‘জাসাস’ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদানকে উৎসাহিত করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজেই রক্তদান করে কর্মসূচি উদ্বোধন করেন। এই উপলক্ষে জাসাস চট্টগ্রাম মহানগর এর আহবায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এর সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহŸায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করেই শহীদ জিয়া ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শন প্রবর্তন করেছিলেন। তার এই দর্শন সুপ্রতিষ্ঠিত করা গেলেই স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ হবে। কোন শত্রæই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে পারবেনা। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি আহŸায়ক এরশাদ উল্লাহ বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এ দেশ-জাতি সময়ে সময়ে নিজেদের ক্ষুদ্র ভেদাভেদ, স্বার্থচিন্তা, আত্মকলহ ও পারস্পরিক হানাহানি ভুলে ঐক্যবদ্ধ হয়েছে। পর্বতের ন্যায় অটল ও বজ্রের মতো তীব্র কঠোর হয়েছে। এটাই জাতি হিসেবে আমাদের গর্বের বিষয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, বিএনপি নেতা মো. জাফর, বিএনপি নেতা মাহবুব রানা, নাজমা সাঈদ, আলি আজম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জাসাস নেতা দোস্ত মোহাম্মদ, শেখ জামিল হোসেন, সৈয়দ জিয়াউদ্দিন, মহিউদ্দিন মহিন, ফজলুল হক মাসুদ, জাসাস নেতা মহিউদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম রিপন, মোহাম্মদ সালাউদ্দিন, শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া, জহির হোসেন, নাহিদা আক্তার নাজু, রিপন ভান্ডারী, ইকবাল হোসেন, আব্দুল আউয়াল, এস বি সুমি, ফারজানা পারু, তানিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি