বাংলাদেশিরা ইরান থেকে আগামী সপ্তাহে ফিরবেন

1

পূর্বদেশ ডেস্ক

ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের আগামী সপ্তাহে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান। তিনি বলেন, ইরানের পার্শ্ববর্তী দেশ হয়ে তাদের ফিরিয়ে আনা হবে।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শাহ আসিফ রহমান এ তথ্য জানান। খবর বাংলানিউজের।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান থেকে বাংলাদেশিদের ফিরতে হলে তেহরান দূতাবাসের হটলাইনে নিবন্ধন করতে হবে।
ইরান থেকে প্রথম দফায় কত লোক ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় ১০০ জন হতে পারে। যারা ফিরতে আগ্রহী তাদের এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন নম্বর: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫।