‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিনন্দন জানান। মার্কিন পররাষ্ট্র দফতর এবং নাসা আর্টেমিস চুক্তির প্রচার এবং বাস্তবায়নের নেতৃত্ব দিয়ে থাকে। খবর বাংলা ট্রিবিউনের
বিবৃতিতে বলা হয়, ৮ এপ্রিল ঢাকায় বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনে এক অনুষ্ঠানে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম সইকারী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে সই করেন।
বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব উপভোগ করছে এবং আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ। আর্টেমিস চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর শান্তিপূর্ণভাবে মহাকাশ অনুসন্ধান এবং ব্যবহারের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়া দেশগুলির একটি ক্রমবর্ধমান জোটে যোগদানের আগ্রহকে প্রতিফলিত করে। ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও সাতটি দেশ দায়িত্বশীল মহাকাশ অনুসন্ধান পরিচালনার জন্য ব্যবহারিক নীতিমালার একটি সেট হিসেবে আর্টেমিস চুক্তি প্রতিষ্ঠা করে।