বাংলাদেশকে বৈদেশিক ঋণমুক্ত করার দাবি ঐক্য পার্টির

1

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে আশা জাগানিয়া নানাবিধ কাজ করছে। এক্ষেত্রে দেশের সামর্থ্য অনুযায়ী বৈদেশিক ঋণ পরিহার করে কাজ করা উচিত। বৈদেশিক ঋণনির্ভর কাজ প্রকারান্তরে দেশকে ঋণের বোঝায় জর্জরিত করে। আর তাই ঋণনির্ভর কাজ থেকে বিরত থেকে সবক্ষেত্রে কৃচ্ছতা অবলম্বন করে দেশকে ঋণমুক্ত করে স্বয়ংসম্পূর্ণ করার দাবী জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি। ২২ ফেব্রæয়ারি রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘প্রিয় মাতৃভ‚মিকে উন্নত দেশে রূপান্তরে সবার মধ্যে ঐক্য সৃষ্টির অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। দলটির পক্ষ থেকে অনুষ্ঠানে সব সেক্টরের সিন্ডিকেট ভেঙে দেয়ার পাশাপাশি প্রবাসীদের দেশে-বিদেশে হয়রানি বন্ধ, বিমানের টিকিটের দাম কমানোসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে। ঐক্য পার্টির পক্ষ থেকে মতপার্থক্য অক্ষুন্ন রেখে সর্বজনীন বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানানো হয়েছে। বাংলাদেশ ঐক্য পার্টির প্রতিষ্ঠাতা ও মুখপাত্র মুহাম্মদ আবদুর রহীম চৌধুরীর সঞ্চালনায় এবং পার্টির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুসলিমলীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গণফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আকমল হোসেন, মেজর জেনারেল আমসা আমিন, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী প্রমুখ। বিজ্ঞপ্তি