বাঁশবাড়িয়ায় সাগরে নেমে কিশোর নিখোঁজ

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মো. সিফাত (১৬) নামে এক কিশোর। গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার সময় এঘটনা ঘটে। নিখোঁজ সিফাত কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকার ছোপাটখালী গ্রামের আমানউল্লাহর ছেলে।
জানা যায়, সিফাত বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরিঘাট এলাকায় সড়ক সংস্কার ঢালাইয়ের কাজে নিয়োজিত ছিল। বিকালে কাজ করার সময় অত্যধিক গরম অনুভব হওয়ায় দুই বন্ধু বিকাল সাড়ে তিনটার সময় সাগরে গোসল করতে নামে। সাগরে নামার কিছুক্ষণ পর সিফাত বন্ধুকে বলে আমি ক্লান্ত, একটা দড়ি এনে আমাকে পানি থেকে তোল। এরপর পর পরই সিফাত সাগরের পানিতে তলিয়ে গিয়ে নিঁখোজ হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের জোয়ানরা ঘটনাস্থলে এসে নিখোঁজ সিফাতকে খুঁজতে শুরু করে। কিন্তু দীর্ঘ সময় খোঁজার পরও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ সিফাতের সাথে গোসল করতে নামা বন্ধু মোবারক হোসেন বলে, সিফাত সাগরে নামার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। সে বলে, একটা দড়ি এনে আমাকে উপরে তোল, আমি ক্লান্ত হয়ে গেছি। শরীরে শক্তি পাচ্ছি না। আমি সাথে সাথে সাগর থেকে উপরে উঠে লোকজনকে বিষয়টি জানালে সবাই দৌড়ে এসে দেখে সিফাত পানিতে তলিয়ে গেছে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু পাওয়া যাচ্ছে না।
কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর ফায়ার সার্ভিসও আসে। প্রায় তিন ঘন্টার বেশি খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে পাইনি। আগামীকাল (আজ) সকাল থেকে আবার ফায়ার সার্ভিস ও আমরা উদ্ধার অভিযান শুরু করব।