বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী পৌরসভা সদরের আদালত সড়কের জমির কোম্পানি বিল্ডিংয়ে শনিবার রাতে সিনিয়র আইনজীবী মুজিবুল হক চৌধুরীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরের দল বাসার পিছনের দিকে বেলকনির গ্রিল কেটে দরজা ভেঙে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়, বাসার আলমিরার তালা ভেঙে আসবাবপত্র তছনছ করে। এসময় অ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরী সপরিবারে চট্টগ্রাম শহরে ছিলেন। গতকাল রোববার সকালে আইনজীবী মুজিবুল হক চৌধুরী বাসায় এসে চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
চুরির ঘটনা বাঁশখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরেও চুরি সংঘটিত হয়। এনিয়ে জিডি হলেও চোর শনাক্ত করা কিংবা চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের কোনো অগ্রগতি নেই।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আইনজীবী মুজিবুল হকের বাসায় চুরির ঘটনায় তদন্ত চলছে।
এদিকে উপজেলা সদরে প্রশাসনিক এরিয়ায় আইনজীবীর বাসায় চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে চোর আতংক বিরাজ করছে।