বাঁশখালী পৌরসভায় মাস্টার নজির আহমদ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

73

বাঁশখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে জলদী হোছাইনীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। দৈনিক পূর্বদেশ সম্পাদক ও ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপির পক্ষে ট্রাস্টের প্রতিনিধিরা স্থানীয়দের সহায়তায় কম্বলগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, মৌলানা হামেদ সওদাগর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসহাক, ট্রাস্টের প্রতিনিধি মাস্টার ফেরদৌস আক্তার, মৌলানা শাহাবুদ্দিন, মাস্টার মাহফুজ, হাসমত আলী, শফিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাঁশখালীর মাস্টার নজির আহমদ ট্রাস্ট শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন, চিকিৎসা সহায়তা, মসজিদ-মন্দির নির্মাণে সহায়তা, পানি সংকট নিরসন, বিনামূল্যে বই বিতরণসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণে সামাজিকভাবে ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার গরীব-দুস্থদের মাঝে কয়েক হাজার কম্বল বিতরণ করা হচ্ছে।