বাঁশখালী পৌরসভার সাবেক ৪ কাউন্সিলর কারাগারে

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী পৌরসভার সদ্য অপসারিত ৪ কাউন্সিলর ও এক আওয়ামী লীগ নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহম্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা জামিন নিতে এলে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। জেলে যাওয়া ৪ কাউন্সিলর হলেন আকতার হোসেন, আবদুল গফুর, কাঞ্চন বড়ুয়া ও প্রনব দাশ এবং আওয়ামী লীগ নেতা জাফর আহমদ।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বাঁশখালী পৌরসভার জলদি মিয়া বাজার এলাকায় একটি নাশকতার ঘটনা উল্লেখ করে ২০২৪ সালের ২৮ আগস্ট বাঁশখালী থানায় পৌরসভা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম (৪৭) বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ১নং আসামি করে এবং ৫৮ জনের নাম উল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় উল্লেখিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাদের এজহারভুক্ত আসামি করা হয়।জেলহাজতে প্রেরণ করা ব্যক্তিরা হলেন মামলার ৩নং আসামি পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আহমদ (৪৫), ৬নং আসামি পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল গফুর (৪৫), ৭নং আসামি ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া (৪৫), ১৭নং আসামি ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রণব দাশ (৫৬) এবং ৩২নং আসামি ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার হোসেন (৫০)।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘এই বিষয়ে এখনো কোন ডকুমেন্টস পাইনি। ঘটনা সত্য হলে তাদের মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।’