বাঁশখালী থানা পরিদর্শনে সহকারী পুলিশ সুপার

1

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ গত ২৬ জুন বাঁশখালী থানা প্রথম অর্ধ-বার্ষিকী পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের আইসি তপন কুমার বাকচী, বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি মো. মজনু মিয়াসহ থানার সকল অফিসার-ফোর্স। পরিদর্শনকালে তিনি অফিসার-ফোর্সের প্যারাডের মান যাচাই করেন, থানার সকল রেজিস্টার পত্র পর্যালোচনা করেন। থানা ভবন, অফিস, ব্যারাক, হাজত খানা, থানার মেস ও ওয়াশ রুমের পরিস্কার পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। অস্ত্রাগার ও থানা মালখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে অফিসার-ফোর্সদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি থানা কম্পাউন্ডে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন। বিজ্ঞপ্তি