বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে টানা ৩য় বারের মত সভাপতি পদে বিজয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল। এতে সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত সাবেক ছাত্রদল নেতা বোরহান উদ্দিন মাতুব্বর নুরী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অসীমা দেবী। বাঁশখালী আদালত ভবনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট নুরুল আবছার চৌধুরী। এতে সভাপতি পদে বিজয়ী মনিরুল আলম চৌধুরী বাবুল পেয়েছেন ৪৫ ভোট, তার প্রতিদ্বন্দী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাছের পেয়েছেন ২৬ ভোট। সহ সভাপতি পদে বিজয়ী বোরহান উদ্দিন মাতুব্বর নুরী পেয়েছেন ৫১ ভোট। তার প্রতিদ্বন্দী অ্যাডভোকেট আবু ফজল বেলাল চৌধুরী পেয়েছেন ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র অসীমা দেবী ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত মোহাম্মদ দিদারুল আলম পেয়েছেন ২৭ ভোট।
তাছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রাকিবুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট আক্কাস উদ্দিন, দফতর সম্পাদক পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং ৪টি সদস্য পদে অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন তালুকদার, অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন, অ্যাডভোকেট সাইফুদ্দীন ও অ্যাডভোকেট সুমী ধরকে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট তাপস কান্তি সুশীল সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাঁশখালী আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিতে বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামীসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।