বাঁশখালীর রিদওয়ান সৌদির ছিররুল বারা মসজিদের ইমাম

1

বাঁশখালী প্রতিনিধি

মুসলমানদের অন্যতম প্রিয় ও পছন্দের রাষ্ট্র সৌদি আরবের জিজান জেলার ধাইর এলাকার রিয়া শহরে প্রায় ২ বছর ধরে ইমামতি করছেন বাঁশখালীর পশ্চিম চাম্বল ডিপুটিঘোনা এলাকার আবদুল মতলবের ছেলে মওলানা মুহাম্মদ রিদওয়ানুল হক এহছান আলী।
২০২৩ সালে ২৮ সেপ্টেম্বর বাঁশখালীর এই মেধাবি তরুণ আলেম সৌদি আরবের ছিররুল বারা মসজিদে ইমাম নিযুক্ত হন। একজন বাঙালি হয়েও তার তেলাওয়াতে মুগ্ধ আরব দেশের মুসল্লিরা।
জানা গেছে, মওলানা মুহাম্মদ রিদওয়ানুল হক এহছান আলী ১৯৮৯ সালে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডিপুটিঘোনা এলাকায় এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আবদুল মতলব এবং মাতার নাম জিবান আরা বেগম। বাঁশখালীর মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসা ও চাম্বল শাহ আমানত দাখিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল, ২০০৬ সালে একই মাদ্রাসা থেকে আলিম এবং ২০০৯ সালে ফাজিল পাশ করেন। তিনি ২০১১ সালে বায়তুশ শরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা থেকে কামিল হাদীস (মাস্টার্স) পাস করেন।
শিক্ষা জীবন শেষ করে ২০১২ সালে মাওলানা রিদওয়ানের কর্মজীবন শুরু হয়। তিনি চট্টগ্রামের মাদরাসা-এ-নূরিয়া দাখিল ফয়’সলেক এ সুনামের সহিত শিক্ষকতা করেন।
২০২৩ সালে শতাধিক আবেদনকারীকে পিছনে ফেলে মাওলানা রিদওয়ানুল হক এহছান আলী সৌদি আরবে ইমাম নিযুক্ত হন। মাওলানা রিদওয়ানুল হক জানান, কিশোর বয়সেই তিনি মাকে হারান। ৬ বছর আগে হারান বাবাকে। তিনি অত্যন্ত কষ্ট ও পরিশ্রম করে এ পর্যায়ে আসতে পেরেছেন। আমার আজকের এই সাফল্যে বড় ভাই বায়তুশ শরফ মাদরাসার উস্তাদ মাওলানা নুরুল আবছার মজিদিও বেশ পরিশ্রম ও কষ্ট করেছেন। আমাকে মানুষ করতে তিনিসহ যারাই অবদান রেখেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি তার আরো সাফল্যের জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।