বাঁশখালীর খানখানাবাদে বিএনপির ইফতার মাহফিল

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গণ ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বিকেলে কদমরসুল নাছিয়া পুকুর পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহেদুল হক জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক লোকমান আহমদ, সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, মোহাম্মদ মোহসীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, প্রেমাশিয়া সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনা সরকার আমাদের ইফতার মাহফিল পর্যন্ত করতে দেয়নি। আজ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় মুক্ত পরিবেশে আমরা এই ইফতার মাহফিল করতে পারছি।
এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তিনি বলেন, বাঁশখালী উপজেলা বিএনপির আমার বাবা জাফরুল ইসলাম চৌধুরীর রেখে যাওয়া কমিটি এবং তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের নিয়ে আমি কাজ করছি। তৃনমুল নেতাকর্মী ও সমর্থকরা আমার সাথে আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু খবর রাখছেন।