বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বাগমারায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবাদান অনুষ্ঠিত হয়। ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা মাহফুজ মিয়া পুকুর পাড়স্থ ওলি আহম্মেদ চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসায় ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল পাঁচলাইশ, চট্টগ্রাম’র উদ্যোগে এবং কাথরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবাদান অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শিল্পপতি শাহাজাহান চৌধুরী।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবাদান ক্যাম্পে সেবা গ্রহণের জন্য বিভিন্ন আসা রোগীদের ডা. মো. আরাফাত ইসলাম জয়, ডা. মো. মেহেদী হাসান, ডা. মো. ফয়সাল খান ও ডা. মো. আলামিন হোসেন এর সমন্বয়ে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি