বাঁশখালীতে ৩ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৪ মাসের সাজাপ্রাপ্ত আজগর আলী মানিক, ৬ বছরের সাজাপ্রাপ্ত বশির আহমদ ও এবং দিলদার হোসেন প্রকাশ দিদার ২০১৫ সালের নারী শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি।
গত শনিবার রাতে বাঁশখালী থানা পুলিশ উপজেলার কাথরিয়া, উত্তর জলদী ও পুকুরিয়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আজগর আলী মানিক দীর্ঘ দিন ধরে নিজেকে আইপি টিভির মালিক ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অর্ধ ডজনেরও বেশি মামলা ও অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তাছাড়া ৬ বছরের সাজাপ্রাপ্ত বশির আহমদ এবং ৪ মাসের সাজাপ্রাপ্ত দিলদার হোসেন দিদারের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর বলে জানিয়েছে থানা পুলিশ।
আটককৃত আজগর আলী মানিক কাথরিয়া ইউনিয়নের গোয়াজর বেপারি বাড়ির রফিক আহমদের ছেলে, দিলদার হোসেন প্রকাশ দিদার বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৫নং ওয়ার্ড এলাকার আহমদ কবিরের ছেলে এবং বশির আহমদ পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার ফয়েজ আহমদের ছেলে।
বাঁশখালী থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচির নেতৃত্বে পুলিশ পুকুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত বশির আহমদকে গ্রেপ্তার করে। অপরদিকে এসআই রুবেল চন্দ্র সিংহ এবং এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে আজগর আলী মানিক ও দিদারকে আটক করা হয়।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।