বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে চালানো অভিযানে একটি স্কেভেটর ও দু’টি ট্রাক জব্দ করা হয়। এসময় স্কেভেটর ও এক ডাম্পার ট্রাক চালককে আটক করতে সক্ষম হয় প্রশাসন। অন্যজন পালিয়ে যায়।
পরে দুই চালক দোষ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়ায় অভিযান চালানো হয়। এসময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।
এসময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় একটি স্কেভেটর এবং ২টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এসময় স্কেভেটর ও একটি ট্রাকের চালককে আটক করা সম্ভব হলেও অন্যচালক পালিয়ে যায়।
আটক চালকরা মাটি কাটার অপরাধ স্বীকার করায় তাদের ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাস কারাদন্ড প্রদান করা হয়।