বাঁশখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

44

বাঁশখালী পৌরসভার দীঘির পাড় এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে ধর্ষিতা শিশুর মা। পরে অভিযান চালিয়ে একই এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি শিশুটির সম্পর্কে ফুফাতো ভাই।
মামলা সূত্রে জানা যায়, শহরে সবজি বিক্রি করার সুবাধে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে শহরে বসবাস করেন শিশুটির পরিবার। ঘটনার দিন গত মঙ্গলবার শহর থেকে এক আত্মীয় গ্রামের বাড়িতে আসার খবরে তারাও গ্রামে আসে। রাত আটটার দিকে শিশুটিকে বাড়িতে রেখে চিকিৎসকের কাছে যান তার মা। এ সুযোগে বেড়াতে আসা ফুফাতো ভাই ইসমাইল শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ আনা হয়।
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার পূর্বদেশকে বলেন, মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে তার ঘুম ভেঙে যায়। এ ঘটনা শোনার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মেয়েটি অসুস্থ না হওয়ায় চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়নি।