বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে বশির আহমদ নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার ফয়েজ আহমদের ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার পুকুরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচির নেতৃত্বে একদল পুলিশ পুকুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত বশির আহমদকে গ্রেপ্তার করে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, ধৃত আসামির বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে। তাকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।