বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে মোহাম্মদ মজিদ (২৭) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মোহাম্মদ মজিদ শেখেরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার দুলা মিয়ার ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় শেখেরখীল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই গোলাম ছরওয়ারের নেতৃত্বে একদল পুলিশ ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মজিদকে গ্রেপ্তার করে। আটক মজিদের বিরুদ্ধে ২ মাসের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও সে দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছিল। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।