বাঁশখালীতে সাংবাদিকের বাড়িতে চুরি

1

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক কবি কমরুদ্দিন আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে।
চিহ্নিত মাদকসেবী ও স্থানীয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।
তিনি জানান, বুধবার রাতে বাড়ির তালা ভেঙ্গে পানির মোটর, টিউবওয়েল, ঘরের হাড়ি-পাতিলসহ এলুমিনিয়ামের আসবাবপত্র এবং আলমিরার তালা ভেঙ্গে মূল্যবান শাড়িসহ বহু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এলাকার বখাটে চিহ্নিত মাদকসেবীরা। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলেও তিনি জানান।
কবি কমরুদ্দিন আহমদ জানান, কিছু ছেলে সন্ধ্যার পর থেকে আমার বাড়ি ‘কাব্যনিলয়’র আশেপাশে বসে মদ-গাঁজা খায়। মোবাইলে জুয়া খেলে। স্থানীয় পুলিশ প্রশাসন এবং এলাকার মেম্বার-চেয়ারম্যানদের বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। চিহ্নিত বখাটেরাই আমার বাড়িতে চুরির এই ঘটনা ঘটিয়েছে। তিনি এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।