বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে নাশকতা মামলার আসামি পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি অলি আহমদকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানার এসআই জামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পুকুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড টুনিরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে পুকুরিয়া চন্দ্রপুর গ্রামের এককাইত্তা পুকুরপাড় এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
পুলিশ জানায়, অলি আহমদ পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি। তার বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বাঁশখালী আওয়ামী রাজনীতিতে অলি আহমদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটনের অনুসারী হিসেবে পরিচিত। লিটনের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিগত সরকারের আমলে এলাকার সাধারণ মানুষ তার ভয়ে তটস্থ থাকত।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, অলি আহমদের বিরুদ্ধে একটি সিআর মামলায় ওয়ারেন্ট ইস্যু ছিল। এছাড়াও তিনি নাশকতা মামলার আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।