বাঁশখালীতে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

1

 

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে গতকাল শুক্রবার বিকেলে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশ থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বাঁশখালীর প্রধান সড়কের যানজট বন্ধে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবি জানানো হয়।
বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী আসনে জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, আবদুর রহিম ছানুবী, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা সোলাইমান, কাজী নুর মোহাম্মদ প্রমুখ।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সদরের বিভিন্নস্থান থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল নিয়ে মিয়ারবাজার জড়ো হন। সেখান থেকে পুনরায় বিশাল মিছিলটি উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। মিছিলকে কেন্দ্র করে উপজেলা সদরের প্রায় দুই কিলোমিটার এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।