বাঁশখালীতে যুবদলের অবস্থান কর্মসূচি পালিত

1

বাঁশখালী প্রতিনিধি

আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে বাঁশখালী উপজেলা যুবদল অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল রবিবার বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদের প্রধান গেইটে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন, শীলক‚প ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা মোঃ মহসিন চৌধুরী।
উপজেলা যুবদলের সংগঠক মোঃ মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, মোঃ ছগীর, মোঃ ওসমান, মোঃ জুনায়েদ সিকদার, মোঃ রিদুয়ান সিকদার, মোঃ হামিদ সিকদার, মোঃ আবু তাহের, মোঃ হেলাল উদ্দিন, মোঃ অহিদুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ রাশেদ, মোঃ জালাল উদ্দীন, মোঃ আলমগীর সুমন, মোঃ পারভেজ, মোঃ আজমগীর, মোঃ রিদুয়ান, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ তাহের, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নেছার প্রমুখ। অবস্থান কর্মসুচী ও পথসভা থেকে বিতাড়িত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফিরে আসার হুমকি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।