বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে মামার বাড়ি থেকে মোহাম্মদ ফোরকান (২৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের জিহবা থেকেও রক্ত ঝরছিল। পুলিশের ধারণা- কেউ তাকে হত্যা করে তার মামার বাড়ির পেছনে লাশ ফেলে গেছে।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব বৈলগাঁও গোয়াজর পাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ ফোরকান সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পশ্চিম বৈলগাঁও হাজির পাড়া ফজর আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। ফোরকান সদ্য বিয়ে করলেও পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল, ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার, রামদাশ মুন্সির হাট পুলিশি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লাশ উদ্ধারের সময় নিহত ফোরকানের জিহবা থেকে রক্ত বের হচ্ছিল। যুবক হাফ হাতা গেঞ্জি ও নরমাল প্যান্ট পরিহিত ছিল। এছাড়াও গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ।
সাধনপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল জানান, সম্প্রতি তার বিয়ে হয়। স্ত্রীর সাথেও তার বিরোধ চলছিল।আসল ঘটনা পুলিশের তদন্তের পরই জানা যাবে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কে বা কারা তাকে মারধর করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়ার পর যুবকের লাশ বাড়ির পেছনে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।