বাঁশখালী উপজেলার পূর্ব রায়ছটা গ্রামের তোরাব উদ্দিন মসজিদের খতিব মৌলভি মনজুর আহমদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদে ৫২ বছর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রচারবিমুখ এই মৌলভী শিক্ষক নিরবে মসজিদের খেদমত করে গেছেন এবং এলাকায় শত শত ছাত্রদের কোরআন শিক্ষা দিয়েছেন।
সমাজ সেবক আবুল কাশেম এর সভাপতিত্বে ও বিএনপি নেতা মাস্টার লোকমানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি চট্টগ্রাম মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ও সিগমা আর ল্যাবের ডাইরেক্টর ডা. মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ দিদার, মোহাম্মদ জেবেল হোসেন, মৌলভী ওয়ালিউল্লাহ, মোহাম্মদ সাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি