দরবারে গারাংগিয়া যিকির মাহফিল পরিচালনা কমিটি বাঁশখালীর উদ্যোগে রামদাশ মুন্সিরহাট বাজার সংলগ্ন নূর জাহান কনভেনশন হলে ৮ ও ৯ নভেম্বর বেলা ২টা থেকে শুরু হয়ে ২ দিনব্যাপী ৮ম পবিত্র মিলাদুন্নবী (স.), জিকির ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান থাকবেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, পীরে কামেল মুরশেদে বরহক হযরত শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদী (মজিআ)। মাহফিলে দরবারে গারাংগিয়ার সকল পীর-মুর্শিদ ও ভক্তানুরাগীদের উপস্থিত থাকার জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বিন নজির আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি