বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার বিকেলে বাঁশখালী উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধন এবং সমাবেশ শেষে বাঁশখালী নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। সাধারণ ছাত্র-জনতা বাঁশখালীর আহŸায়ক তাওহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মাওলানা এমদাদ উল্লাহ, মানবাধিকার কর্মী এইচ এম আব্বাস খান, এ কে আর তালেব, মাওলানা রহিম উল্লাহ, মাহমুদুল হাসান ত্বকী, মোহাম্মদ আবদুল হান্নান, মো. জাবেদ, তুহিন চৌধুরী, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সিরাজ, ফরহাদ হোসেন প্রমুখ।
সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশখালী ভূমি অফিস দুর্নীতিমুক্ত করতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাধারণ ছাত্র -জনতা বাঁশখালীর ব্যানারে বাঁশখালী ভূমি অফিসসমূহের সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি নির্মূলের জন্য বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। তারা অবিলম্বে বাঁশখালী ভূমি অফিসকে সব ধরনের দুর্নীতিমুক্ত রাখতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান। লিখিত স্মারকলিপিতে ছাত্র জনতা ৫টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-বাঁশখালীর ভূমি অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নাম, দায়িত্ব, পদবী সম্বলিত তালিকা প্রকাশ করতে হবে। যাতে সাধারণ জনগণ সহজে তাদের পরিচয় শনাক্ত করে সঠিকভাবে সেবা গ্রহণ করতে পারে।
২য় দাবি- ভূমি অফিসসমূহের সেবার নির্ধারিত সময়সীমা ও সরকার নির্ধারিত ফি তালিকা প্রকাশ করে অফিসের সামনে জনসম্মুখে টাঙিয়ে দিতে হবে। বিশেষভাবে সরকার নির্ধারিত ফি দিয়ে নামজারি সেবা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ জনগণ সরকার নির্ধারিত ফি দিয়ে সেবা গ্রহণ করতে পারে।
৩নং দাবি- ভূমি অফিসের সামনে উন্মুক্ত অভিযোগ বক্স” স্থাপন করতে হবে যাতে জনগণ তাদের অভিযোগ সরাসরি জমা দিতে পারে।
৪নং দাবি, ভূমি অফিসে কর্মরত যে সকল কর্মকর্তা অতীতে দুর্নীতির সাথে জড়িত ছিলেন, এবং বর্তমানেও বহাল আছে তাদের অপরাধসমূহ চিহ্নিত করে একটা টিম গঠন করে তদন্তপূর্বক যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিরোধে আইনি ব্যবস্থা জোরদার করতে হবে।
এবং ৫নং ও সর্বশেষ দাবি হচ্ছে, বাঁশখালীর সকল ভূমি অফিসসমূহে বহিরাগত সকল প্রকারের দালালদের কার্যক্রম বন্ধ করতে আইনি ব্যবস্থা নিতে হবে। যাতে সাধারণ জনগণ হয়রানিমুক্ত , সঠিকভাবে সরকারি ফি দিয়ে সেবা গ্রহণ করতে পারে।
পরে ছাত্র-জনতার একটি প্রতিনিধিদল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম উদ্দীনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় সহকারী কমিশনার ছাত্র-জনতার দাবির সাথে একাত্মতা পোষণ করে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।