বাঁশখালীতে বিশ্বজয়ী হাফেজ বশির আহমদকে সংবর্ধনা

1

বাঁশখালী প্রতিনিধি

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগীতায় ১২৩ দেশের সহস্রাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী ঢাকার মারকাজুত তাহফিজ মাদ্রাসার ছাত্র বিশ্বজয়ী হাফেজ বশির আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ জানুয়ারি রাতে বাঁশখালীর বাহারছড়া খদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার ১৯তম বার্ষিক মাহফিলে বিশ্বজয়ী বাংলাদেশি এই ক্ষুদে হাফেজকে গণসংবর্ধনা দেয়া হয়। এসময় মাদ্রাসার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওসমান গণির নেতৃত্বে অতিথিরা হাফেজ বশিরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে শনিবার রাত ১০টায় সুললিত কন্ঠে হাফেজ বশিরের তেলাওয়াতে মুগ্ধ হয় পুরো এলাকা।
বক্তব্য দেন ফেনীর মাওলানা মুফতি কাউসার হামিদ, কৈয়গ্রাম মাওলানা নুরুল আমীন, সাধনপুর আল হামিদ মহিলা মাদ্রাসার মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ প্রমুখ ওলামায়ে কেরাম। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সমাজসেবক প্রবাসী হাফেজ মোহাম্মদ ইউসুফ, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পটিয়া শাখার ইনচার্জ মাওলানা মাহমুদউল্লাহ, মাওলানা ইউনুস, মাওলানা ছলিমুল্লাহ, মাওলানা ছগির আহমদ, মাওলানা জহির উদ্দিন, মাওলানা হেলাল বিন রফিক, মেম্বার নোমান চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলেম ওলামা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।