বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে চলন্ত বাস থামিয়ে চালক-হেলপারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এসময় চালক ও হেলপারের কাছ থেকে নগদ ২৩ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে হামলাকারীরা। হামলায় বাস চালক প্রদীপ বাবু ও হেলপার মোহাম্মদ শোয়াইব আহত হয়েছেন।
গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাণীগ্রাম স্কুল গেইট এলাকায় সংঘটিত এই ঘটনায় গতকাল মঙ্গলবার বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার রাতে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী অভিমুখী একটি বাস পেছন থেকে সিএনজি অটোরিকশা আরোহী সন্ত্রাসীরা অনুসরণ করে। বাসটি বাণীগ্রাম স্কুল গেইট এলাকায় পৌঁছালে পেছন থেকে সিএনজি অটোরিকশাটি বাসের সামনে পথরোধ করে। এসময় অটোরিকশা থেকে বৈলগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামি ইকবাল ও খোরশেদের নেতৃত্বে সন্ত্রাসীরা বাস চালক ও হেলপারকে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে মারধর করে। এসময় চালকের কাছ থেকে ১৫ হাজার টাকা এবং হেলপারের কাছ থেকে ৮ হাজার টাকা এবং মোবাইল নিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত বাস চালক প্রদীপ বাবু (৫০) ও হেলপার মোহাম্মদ শোয়াইব (২৮) কে হাসপাতালে ভর্তি করে।
বাস চালক সমিতির সদস্য মোহাম্মদ আবছার জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে বাস থামিয়ে চালক হেলপারকে মারধর করেছে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলাকারীরা বিভিন্ন মামলার আসামি এবং সন্ত্রাসী ও ছিনতাইকারী। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
বাঁশখালীর রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী জানান, বাস চালকের অভিযোগ পেয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।