বাঁশখালীতে বাস অটোরিকশা সংঘর্ষে পথচারী নিহত

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাথপাড়ার বিপিন চন্দ্র ধরের ছেলে।
জানা গেছে, অবিনাশ ধর নিজ বাড়ি গুনাগরী থেকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়ার জন্য রাস্তার পূর্বপাশ দিয়ে যাওয়ার পথে ব্রাহ্মণপাড়া টেক এলাকায় পৌঁছলে উত্তর দিক থেকে আসা একটি মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবিনাশ ধর ঘটনাস্থলই প্রাণ হারান। মিনিবাসটি পালিয়ে গেলেও অটোরিকশাটি পুলিশ এসে জব্দ করে। নিহত অবিনাশ দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছেলে সুমন ধর।
রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফ হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে জানতে পারি মিনিবাস ও অটোরিকশার সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।