বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে মাহে রমজানে নিত্যপণ্যের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। এলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রমজানের শুরু থেকেই প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে উপজেলার কোনো না কোনো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন অসংগতির কারণে ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ২ হাজার ৫০০ টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে। তাছাড়া পরবর্তীতে একই অপরাধে আবারো জড়িত পাওয়া গেলে কারাদÐ প্রদান করা হবে বলে সতর্ক করেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যদের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বাজারে যেন কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের কাছেও ম্যাসেজ দেয়া হয়েছে। যাতে কোন অবস্থাতেই নিত্যপণ্যের অস্বাভাবিক দাম না রাখার পাশাপাশি কেউ যাতে পণ্য মজুত করতে না পারে। একইসাথে ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্যও বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম জানান, মাহে রমজানের পবিত্রতাকে ধারণ করে মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা অর্জন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে। সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, কমেন্টস, মেসেজ থেকে উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন বাজারসমূহে বিদ্যমান সমস্যাবলী চিহ্নিত করে আইন অমান্যকারীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। অতিরিক্ত মুল্য নেয়ার বিষয়ে এবং মজুতদারদের তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে বাঁশখালীবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ইউএনও।