বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে ফার্মেসি মালিক ও ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে দীর্ঘ ২০ বছরের সভাপতি ছমুদুল হক ও সিনিয়র সহ-সভাপতি প্রার্থী নুরুল আলম প্যানেলকে পরাজিত করে বিপ্লব দাশগুপ্ত ও সাইদুর নুর ছিদ্দিক মানিকের পূর্ণ প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে ১২২ ভোট পেয়ে বিপ্লব দাশ গুপ্ত সভাপতি, ১১৩ ভোট পেয়ে সাইদুর নুর ছিদ্দিক মানিক সিনিয়র সহ-সভাপতি এবং ১১৮ ভোট পেয়ে ফারুক ছোবহান ও আনোয়ারুল আজিম সহ-সভাপতি নির্বাচিত হন। বাঁশখালী পৌর সদরের প্রশিকা হলরুমে গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১৯ জন সদস্যের মধ্যে ২১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল গণি। এতে সংগঠনের জেলা শাখার নির্বাহী সদস্য বাবুল কান্তি লালা ও নুরে আলম সিদ্দিকী নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে সভাপতি পদে বিপ্লব দাশগুপ্ত ১২২ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দি প্রার্থী ছমুদুল হক পান ৮২ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে সাইদুর নুর ছিদ্দিক মানিক পান ১১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নুরুল আলম পান ৯২ ভোট। তাছাড়া সহ-সভাপতি পদে বিজয়ী ফারুক ছোবহান ও আনোয়ারুল আজিম দুইজনই ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে তাদের নিকটতম প্রতিদ্ব›দ্বী সলিল কান্তি দাশ ও প্রদীপ কুমার তালুকদার পান ৮৬ ভোট। নির্বাচনে সদস্য পদে বিজয়ীরা হলেন নাজিম উদ্দীন বাহাদুর, মামুনুর রশিদ মামুন, হেলালুল ইসলাম, স্বদেশ বড়ুয়া, টুটুল তালুকদার, জামিনুল ইসলাম চৌধুরী, মিলটন দাশ, রাজু দাশ, সাহাব উদ্দিন চৌধুরী, রমিজুল হাছান, মো. ছরওয়ার কামাল, আশীষ কুমার পাল ও মো. মুজিবুল হক।
নবনির্বাচিত কমিটিকে বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামীসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।