বাঁশখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

2

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রত্নপুর ফুটবল ক্লাবের উদ্যোগে বাহারছড়া সমুদ্র সৈকতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন শহীদ ওয়াসিম ফুটবল একাদশ বনাম কর্ণফুলী ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে অমীমাংসিত অবস্থায় শেষ হলে ট্রাইবেকারে শহীদ ওয়াসিম ফুটবল একাদশ জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রকৌশলী মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্প। রত্নপুর ফুটবল ক্লাবের সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি বিএনপি নেতা এডভোকেট শওকত ওসমান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, সাবেক ইউপি সদস্য ওসমান গণী, সাবেক ইউপি সদস্য এবাদুল্লাহ চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হামিদ বাহার, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আবদুস ছবুর, ফরহাদুল ইসলাম, সরল ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, নুর হোসেন, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ এরশাদ, রহিম সৈকত প্রমুখ।