বাঁশখালীতে পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

2

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিম। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা চৌধুরী বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত ২০-২৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন রায়ছটা চৌধুরী বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আমি লাশটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, কেউ মেরে লাশটি পানিতে ফেলে দিয়েছে। অথবা অন্য কোনো স্থানে খুন হওয়া লাশটি এই পুকুরে এনে ফেলেছে দুষ্কৃতকারীরা।