বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে ওমর আব্দুল্লাহ (আবিদ) নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওমর আব্দুল্লাহ (আবিদ) বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ওসমান গণীর একমাত্র পুত্র।
জানা গেছে, শনিবার সকালে বাহারছড়ার নিজ বাড়িতে খেলা করছিল শিশু ওমর আব্দুল্লাহ (আবিদ)। এসময় সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন ও স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি।