বাঁশখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

5

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর সরলে নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে রাফসান চৌধুরী রাব্বি নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রাব্বি পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকার গ্রাম ডাক্তার মাহফুজুল হকের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নানার বাড়ি সরল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আব্দুস সোবহান মিয়াজি বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। বাড়ির উঠানে খেলতে গিয়ে শিশু রাফসান চৌধুরী রাব্বি পুকুরে পড়ে যায়। এতে সে প্রাণ হারায়। নিহতের বাবা মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে,রাফসান চৌধুরী রাব্বির মা হেনা আক্তার রাব্বিসহ তিন ভাইকে নিয়ে তাঁর বাবার বাড়ি সরল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় বসবাস করছিলেন। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় রাব্বি। পরিবারের লোকজন উদ্ধার করে তাকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাব্বিকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।