বাঁশখালীতে নাশকতা মামলার তিন আসামি গ্রেপ্তার

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ছাত্রলীগ নেতা ছগির মাহমুদসহ নাশকতা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাম্বল, জলদী ও চাঁপাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার ছৈয়দ আহমদের ছেলে ছগির মাহমুদ (৩০), বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁপাছড়ি গ্রামের নুরুল আবছারের ছেলে নুরুল মোস্তাকিম শিপন (২৬) ও বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জলদী এলাকার আবদুল গণির ছেলে আলী আকবর (৩৫)।
বাঁশখালী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার জলদী, চাম্বল ও চাঁপাছড়ি এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ছাত্রলীগ নেতা ছগির মাহমুদ একাধিক আইডি ও পেইজ ব্যবহার করে বিভিন্ন মানুষের বিরুদ্ধে লেখালেখি এমনকি সরকার ও রাষ্ট্র বিরোধী লেখালেখি করেন বলে অভিযোগ আছে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, আটক ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হবে।