বাঁশখালীতে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে মাটির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মোছাম্মৎ তাবাচ্ছুম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার আহমদু বাপের বাড়ির আব্দুল গফুরের মেয়ে।
জানা গেছে, মোছাম্মৎ তাবাচ্ছুমের বাবা আবদুল গফুর স¤প্রতি পাকা ঘর নির্মাণ করেন। গতকাল সকালে পুরাতন মাটির ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নতুন ঘরে নিয়ে আসার জন্য কাজ চলছিল। পুরাতন মাটির ঘরের দেয়াল ভাঙার কাজও চলে এসময়। একপর্যায়ে পুরাতন ঘরের মাটির দেয়াল ভাঙতে গিয়ে অসাবধানতাবশত বাবার পিছনে থাকা শিশু তাবাচ্ছুমের উপর দেয়াল চাপা পড়ে। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এসময় গৃহকর্তা আবদুল গফুরও আহত হন বলে জানান স্বজনরা।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঁশখালীর বৈলছড়িতে মাটির দেয়াল চাপা পড়ে তাবাচ্ছুম নামে এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।