বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে দ্রুতগতির চলন্ত ট্রাকের ধাক্কায় ৮/১০ ফিট দুরে উড়ে গিয়ে আবুল কাসেম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সাধনপুর ইউনিয়নের ঝিনঝি ফকির মাজার সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আবুল কাসেম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, স্থানীয়রা গুরুতর আহত আবুল কাসেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কাসেম খানখানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড রায়ছটা গ্রামের চৌন্নার বাপের বাড়ি এলাকার আবদুস সত্তারের ছেলে। আবুল কাসেম হাজিগাঁও এলাকায় অবস্থিত তার বোনের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জনক বলে জানা গেছে।
নিহতের আত্মীয় সোহান উদ্দীন জানান, আবুল কাসেম তার বোনের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দ্রুতগতির ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিলে তিনি অনেক দূর গিয়ে ছিটকে পড়েন।