বাঁশখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

2

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম বিন খলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চট্টগ্রাম ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী পলাশ, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মাহফুজ আনিস, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিদার, ৫ নম্বর কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. শোয়েব ইসলাম কায়েস এবং পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক ইউনুস চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শহিদ উল্লাহ এবং বাঁশখালী উপজেলা মৎস্যজীবী দলের আহব্বায়ক মোহাম্মদ ইউনুস।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, আলহাজ্ব জাফরুল ইসলামসহ বাঁশখালী বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি