বাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

1

বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রতœপুর ফুটবল ক্লাবের আয়োজনে গতকাল শনিবার বিকালে বাহারচড়া সমুদ্র সৈকতে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাহারচড়া ইউনিয়নের ৮টি টিমের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। প্রকৌশলী মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার মোহাম্মদ লোকমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট শওকত ওসমান, শেখেরখীল ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল কাদের মেহেদী, হামিদ বাহার চৌধুরী, নূর হোসেন, মেম্বার ইসমাইল, জাহাঙ্গীর ও হেফাজ উদ্দীন চৌধুরী, ওসমান গনী, নাসির, আবু তাহের, আরিফ, বেলাল, আজিম চৌধুরী, আবদুল মালেক, সরওয়ার, ফরহাদু ইসলাম, বেলাল মাহমুদ, আবদুল কুদ্দুস খান বুলবুল, শাহজাহান, এনাম, শাহেদ, তারেক প্রমুখ।
উদ্বোধনী খেলায় শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশকে ২-১ গোলে টাইব্রেকারে পরাজিত করে কর্ণফুলী ফুটবল একাদশ।