বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী পৌরসভা। গতকাল বিকালে বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাঁশখালী পৌরসভা ১-০ গোলে কালিপূর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিচত করে। খেলা শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার লোকমান আহমদ, বাঁশখালী পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া, বাঁশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা শওকতুজ্জামান, বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ইসমাঈল, সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহ প্রমুখ।