বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে মো. শহিদ উল্লাহ নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। শহিদ উল্লাহ পৌরসভার ৩নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার ফরিদ আহমদের পুত্র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি। গত সোমবার বিকেলে বাঁশখালী পৌরসভার অলি মিয়ার দোকান এলাকায় আওয়ামী লীগ নেতা নজির ডিলার ও তার ভাই মনির আহমদের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহত ছাত্রদল নেতা শহিদকে প্রথমে বাঁশখালী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন ও শহিদ উল্লাহর সহকর্মীরা জানান, গত সোমবার বিকেলে ছাত্রদল নেতা শহিদ উপজেলা সদরে দলীয় প্রোগ্রামে আসার পথে অলি মিয়ার দোকান এলাকায় আওয়ামীলীগ নেতা নজির ডিলার ও তার ভাই মনির আহমদের নেতৃত্বে হামলা ও মারধর করেন। খবর পেয়ে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশেকুর রহমান আশেকের নেতৃত্বে নেতাকর্মীরা আহত শহিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ছাত্রদল নেতারা জানান, স্বৈরাচারী হাসিনা ও তার সরকার পালিয়ে গেলেও এখনো আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা চরম দুঃসাহসিকতা ছাড়া কিছু নয়। তারা অবিলম্বে হামলাকারী আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।