বাঁশখালীতে ছড়া খনন ও দখলমুক্ত করার কাজ শুরু

1

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী পৌরসভার ভরাট হয়ে যাওয়া নালা, ছড়া খনন ও দখল মুক্ত করার কাজ শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে পৌরবাসী। গতকাল শনিবার সকালে পৌরসভা সদরের উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন জলদী ছড়া খননের মাধ্যমে পৌরসভার নালা ও ছড়া খনন এবং দখল মুক্ত করার কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাঁশখালী পৌরসভার প্রশাসক মোহাম্মদ জামশেদুল আলম। এসময় তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের নালা-ছড়ায় ময়লা আবর্জনা না ফেলে পৌরসভার নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলার আহবান জানিয়ে সতর্ক করেন।
অভিযানে পৌর প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, পৌর প্রকৌশলী ইসমাইল ভ‚ঁইয়া, সহকারী প্রকৌশলী আরফাতুর রহমান, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, পৌর কর্মকর্তা নুরুল ইসলাম বাবুল, শহিদুল ইসলাম, আবু তাহের, আলী হোসেন, ছোটন নাথ, সিরাজুল ইসলাম, শাহ আলম প্রমুখ।
বাঁশখালী পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম জানান, পৌরসভার ভরাট হয়ে যাওয়া নালা, ছড়া খনন ও দখল হয়ে যাওয়া নালা-ছাড়া দখলমুক্ত করতে আজ (শনিবার) থেকে অভিযান শুরু হয়েছে। ময়লা-আবর্জনা ফেলে পৌরসভার নালা ও ছাড়া ভরাট করে ফেলেছে অনেকেই। আবার বিভিন্ন জায়গায় পাহাড়ি ছড়া দখল করে একাকার করে ফেলেছে কেউ কেউ। এর ফলে বর্ষায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা এবার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নালা ও ছড়া দখলের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আশাকরি এবার বর্ষায় এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।
শনিবার সকাল থেকে পৌরসভার জলদী ছড়া খননের কাজ শুরু হয়েছে। অপরদিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের সৈয়দ বাহারুল্লাহপাড়ার পশ্চিম অংশে ছড়া দখল করে ভরাট করে ফেলা ও দখলদারদের উচ্ছেদ করে সেখানে পৌরসভার পক্ষ থেকে খুঁটি স্থাপন করা হয়েছে। পৌর সচিব তৌহিদুল ইসলামের নেতৃত্বে পৌর কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
আগত বর্ষায় পৌরবাসী যাতে জলাবদ্ধতা থেকে মুক্তি পায় সেজন্যই পৌরসভার এই প্রয়াস বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম। তিনি বলেন, নালা, ছড়া ভরাট ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।