বাঁশখালীতে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

2

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলার চেচুরিয়া ভোলারঘাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের পাশে বিগত দুই সপ্তাহ’রও বেশি সময় ধরে শত বছরের পুরানো ব্রিকসলীন একটি রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২২ ফেব্রæয়ারি গাছ বাঁশ ও টিনের ঘেরা দিয়ে চলাচল পথটি বন্ধ করে দেয়া হয়। এর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও দীর্ঘ ১৫ দিনেও চলাচল পথটির বাঁধা অপসারণ করা হয়নি। স্থানীয় ফরিদ আহমদের ছেলে জিয়াউর রহমান মিয়ার নেতৃত্বে চলাচল পথটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে করে বেশ কয়েকটি পরিবারের শতাধিক নারী পুরুষ অবরুদ্ধ হয়ে পড়েছে।
তবে অভিযুক্ত জিয়াউর রহমান মিয়া জানান, জায়গাটা তাদের নিজস্ব। তাই বন্ধ করে দিয়েছেন। পুলিশকেও তিনি কাগজপত্র দেখিয়েছেন। পাশের রফিক আহমদদের সাথে ঝগড়া বিবাদের কারণেই দীর্ঘ দিন ধরে জনগণের চলাচলের এই পথটি হঠাৎ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় হাবিবুর রহমানের ছেলে রফিক আহমদ রপু জানান, রাস্তাটি শত বছরের পুরনো। এলাকার সমাজসেবক আনোয়ারুল আজিম ভোলা ওই রাস্তায় ইট বসিয়েছেন। বাঁশখালী প্রধান সড়কের সাথে লাগানো এই রাস্তা দিয়ে কয়শত মানুষ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী ও সাধারণ লোকজন যাতায়াত করে। জায়গায় জমি নিয়ে বিরোধের জের ধরে চলাচল পথটিই বন্ধ করে দিয়েছে তারা। এমনকি মামলা চলমান অবস্থায় জোরপূর্বক জায়গা দখল করে ঘর তৈরি করেছেন। আইন আদালত প্রশাসন কিছুই তোয়াক্কা করছেনা তারা।
ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে যারা পথটি বন্ধ করেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে জায়গাটি তাদের নিজস্ব।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এ অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। বিষয়টি জায়গা জমি সংক্রান্ত হওয়ায় সহকারী কমিশনার (ভ‚মি) বরাবরে অভিযোগ করতে বলা হযেছে।