বাঁশখালীতে গৃহবধূর ফাঁস লাগানো লাশ উদ্ধার

2

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে জয়নাব বেগম নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়নাব বেগম উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার মোহাম্মদ আজমের স্ত্রী। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশটি পাওয়া যায়। এদিন সকালে বাঁশখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এটি হত্যা না আত্মহত্যা- ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছে থানা পুলিশ। পরিবারের সদস্যরা নিহত নারীকে মানসিক রোগী বলে জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাতে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার মোহাম্মদ আজমের স্ত্রী জয়নাব বেগম ঘুমিয়ে পড়েন। সকালে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় পরদিন গতকাল শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।