বাঁশখালীতে কারামুক্ত বিএনপি নেতাকর্মী ও প্রবাসীদের সংবর্ধনা

6

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা গতকাল সোমবার বিকেলে শীলকূপ ওসমান ক্লাবে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোহসীন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইউনুস, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, ছনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তোফায়েল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ শাহেদ, আবদুল মালেক, মোহাম্মদ হেফাজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জোনাইদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আরিফ, ছাত্রনেতা আবু তালেব প্রমুখ।
সভায় মাস্টার মোহাম্মদ লোকমান বলেন, ‘আমরা বিগত ১৭ বছর ধরে শান্তিতে ঘুমাতে পারিনি। কোথাও মিটিং মিছিল করতে পারিনি। আজকে ছাত্রজনতার গণআন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। এই অর্জন যেন ধ্বংস না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের পরিবর্তনের রাজনীতির পক্ষে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে।’
সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির নামে কেউ অপরাধ করলে, চাঁদাবাজি করলে, জায়গা জমি দখল করলে কাউকে ছাড় দেয়া হবে না। দল এখনো ক্ষমতায় আসেনি। আমাদেরকে জনগণের আস্থা ধরে রাখতে হবে। বিএনপিই জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় আসবে।
পরে কারা নির্যাতিত ১৬ জন এবং ১৪ জন রেমিট্যান্স যোদ্ধাসহ মোট ৩০ জনকে সংবর্ধনা দেয়া হয়।