বাঁশখালীতে ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠিত

2

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের বাঁশখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর সকালে মিয়ারবাজারস্থ জামে মসজিদে এ-উপলক্ষে এক বৈঠক শ্রমিক নেতা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল ওয়াহেদ মিয়া। প্রধান বক্তা ছিলেন শ্রমিক আন্দোলনের দক্ষিণ জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম খোকা।
বক্তব্য দেন বামুক জেলা সদর মাওলানা মোজাম্মিল হক, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সভাপতি মুফতি নুরুল আমিন, যুব আন্দোলনের জেলা সভাপতি মোবারক হোসাইন আসিফ, শ্রমিক নেতা মোহাম্মদ তৈয়ব, আবদুল কাদের, মোহাম্মদ ইদ্রীস, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ কালু মিয়া, আকতার হোসাইন প্রমুখ।
পরে প্রধান অতিথি শ্রমিক নেতা আবদুল ওয়াহেদ মিয়া নুর মোহাম্মদকে আহবায়ক, মোহাম্মদ তৈয়বকে সদস্য সচিব ও আবদুল কাদেরকে যুগ্ম আহবায়ক করে শ্রমিক আন্দোলনের বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন-মোহাম্মদ ইদ্রীস, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ কালু মিয়া ও আকতার হোসাইন।