বাঁশখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার

3

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগ নেতা আবুল হোসাইন সিকদার আবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বড়ঘোনা সকাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পশ্চিম বড়ঘোনার সিকদার বাড়ির বাদশা মিয়া সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় এসআই এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বড়ঘোনার সকাল বাজার এলাকা থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাছান কায়কোবাদ মেম্বার আবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।