বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে মোক্তার আহমদ ও আবদুল আলিম নামে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মোক্তার আহমদ পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা ও মৃত ইয়াকুব আলীর ছেলে এবং আবদুল আলিম খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূর্ব রায়ছটা গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে।
পুলিশ জানায়, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার একটি হত্যা মামলার আসামি। তাছাড়া পৌরসভা যুবলীগ নেতা মোক্তার আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। গতকাল রবিবার দুপুরে মোক্তার আহমদকে এবং সন্ধ্যায় আবদুল আলিমকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মজনু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আবদুল আলিমকে আটক করা হয়েছে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।