বাঁশখালীতে আগুনে পুড়েছে মুরগীর খামার

106

বাঁশখালীর পূর্ব চাম্বল তালুকদার পাড়ায় এলাকায় একটি মুরগীর খামার আগুনে পুড়ে গেছে। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে খামারটির দুই হাজার মুরগী পুড়ে মারা গেছে। এ খামারটিতে মোট সাড়ে তিন হাজার মুরগী ছিল বলে জানা যায়। খামার মালিক আব্দুর রহিম মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী শানে আরা বেগম খামারটি দেখভাল করে আসছেন।
খামার মালিক শানে আরা বেগম পূর্বদেশকে বলেন, আমার স্বামী ছয় মাস আগে মারা যাওয়ার পর আমি নিজেই দেখভাল করছি। রাতে হঠাৎ আমার খামারে আগুন লাগলে তিন হাজার ৫০০ সেটের খামারটির দুই হাজার মুরগী আগুনে পুড়ে মারা গেছে। মুরগী ছাড়াও খামারের পাশে থাকা নানা প্রজাতির ফলজ বৃক্ষ, সুপারী গাছ, কলা বাগান আগুনে পুড়ে গেছে।